অভয়নগরে থানা ও পৌর যুবদল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে থানা ও পৌর যুবদল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫ টায় যশোর-খুলনা মহা সড়কের নওয়াপাড়া রেল ষ্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত পথ সভার মধ্যদিয়ে শেষ হয়। এসময় পথ সভায় বক্তব্য রাখেন, থানা বিএনপি’র সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, বাকিউজ্জামান রানা, শ্রমিক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অবিলম্মে আটককৃতদের মুক্তি সহ মিথ্যা মামলা প্রত্যাহরের দাবি জানান। উক্ত বিক্ষোভ মিছিলে অভয়নগর থানা ও পৌর যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ আটটি ইউনিয়নের নেতা কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতু সংলগ্ন আব্দুল কুদ্দুসের চায়ের দোকানের সামনে দুই বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন মতিয়ার রহমান বিশ্বাস। এসময় হামলাকারি দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে মৃত নিশ্চিত করে এবং তার দুই বন্ধু ও মো. হালিম ও মনিরুল ইসলাম লিটনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আহত লিটন খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আহত হালিম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

Sep 23, 2024 - 21:57
 0  6
অভয়নগরে থানা ও পৌর যুবদল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও  পথ সভা অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow