অভয়নগরে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের প্রতিবাদী গ্রাফিতি

অভয়নগর (যশোর) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর থেকে শিক্ষার্থীরা কাজ করছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে। সারাদেশের ন্যায় যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপজেলার বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকে প্রতিবাদ করতে দেখা গেছে। রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীরা মেতে উঠেছে দেয়াল লিখনে। সরেজমিনে উপজেলা ঘুরে দেখা যায়, কেউ নোংরা দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। এরপর প্রতিবাদী বিভিন্ন বাক্য লেখা হয়। শিক্ষার্থীদের জমানো টাকা দিয়ে কেনা হচ্ছে রং, তুলি, ব্রাসসহ দেয়াল লিখনের নানা উপকরণ। উপজেলার বিভিন্ন দেয়াল চলছে কোটা আন্দোলনের দ্রোহ ও প্রতিবাদের চিত্র। উল্লেখযোগ্য কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের দেয়ালে দেয়ালে বিভিন্ন স্লোগান ও আলপনা করা হয়েছে। সেখানে বৈষম্যবিরোধী, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটেটে উঠেছে। তাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। স্লোগান ধ্বনিত এসব প্রতিবাদী সব বাক্য নজর কাড়ছে পথচারীদের। বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী সুরাইয়া আক্তার রজনী দেয়াল লিখন ও চিত্রাংকন বিষয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে ও শহীদ ভাইদের স্মৃতিচারণে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। এর মধ্যে একটি হচ্ছে দেয়ালে চিত্রাংকন। আমরা এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা প্রেরণ করতে চাই। নতুন বাংলাদেশ এসব প্রতিবাদী সেøাগান দেয়ালে দেয়ালে শোভা যাচ্ছে। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বলেন, আমরা দেয়ালে দেয়ালে প্রতিবাদী ভাষা দিয়ে গ্রাফিতির চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা রং, তুলি, ব্রাস কিনে দেয়াল লিখনের কাজ শুরু করেছি। আমাদের এ কাজে বেশ কিছু শিক্ষার্থীরা সহযোগিতা করছে। প্রায় সারাদিনই আমরা সবাই দেয়ালে গ্রাফিতির চিত্র অঙ্কনের কাজ করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতা ফাহিম হোসেন বলে, আমাদের মেধার বিজয় হয়েছে। আমরা আন্দোলন-সংগ্রাম করে আবারও প্রমাণ করেছি ছাত্ররা এ দেশের প্রধান প্রাণ শক্তি। ছাত্ররা পারে একটি দেশকে গড়তে। তাই আমাদের শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে তাদের প্রতিবাদী ভাষ্য লিখে তরুণ প্রজন্মতে জানাছে বাংলাদেশ আমার, চল নতুন করে আবার বাংলাদেশ গড়ি।

আগস্ট 18, 2024 - 18:07
 0  10
অভয়নগরে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের প্রতিবাদী গ্রাফিতি

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow