অশ্রুশিক্ত নয়নে সুলতানা কামরুন্নেছা'র অবসরজনিত বিদায়ী সংবর্ধনা

মোর্তজা হাসান, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা সুলতানা কামরুন্নেছা'র অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩০শে সেপ্টেম্বর ) দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের হলরুমে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম মফিজুল ইসলামের সভাপতিত্ব এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে ফুল, ক্রেস্ট , সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এসময় বিদায়ী শিক্ষকও দোয়া চেয়ে সকলের জন্য মঙ্গল কামনা করেন। বিদায়ী শিক্ষক তাঁর আবেগঘন বক্তব্যে বলেন, শিক্ষকতাকে কখনো পেশা হিসেবে দেখিনি সন্তানের উপর যেমন মা-বাবার দায়িত্ব ও কর্তব্য থাকে ঠিক সেই রকম ভাবেই আমি আমার শিক্ষার্থীদের পাঠদান দিয়েছি। শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে কোনদিন অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের নৈতিক লেখাপড়ার কার্যক্রম দেওয়া থেকে নিজেকে বঞ্চিত রাখিনি। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী, সুলতানা কামরুন্নেছার মা, উপজেলা শিক্ষা অফিসার আশিকুজ্জামান, ইন্সট্রাক্টর নুর ইসলাম মৃধা, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হামিদ, এম এ হাকিম সবুজ, জমিদাতা সদস্য মাসুম বিল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন। কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাব শিক্ষক অনুপ কুমার। ছবি আছে

Sep 30, 2024 - 19:50
 0  5
অশ্রুশিক্ত নয়নে সুলতানা কামরুন্নেছা'র অবসরজনিত বিদায়ী সংবর্ধনা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow