অহংকারী হাসিনা বলেছিল পালায় না, কিন্তু পালাতে বাধ্য হয়েছে : টুকু

রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আল্লাহ একমাত্র অসীম ক্ষমতাবান। কিন্তু হাসিনা আল্লাহর চেয়েও বড় ক্ষমতাবান হয়েছিল। আল্লাহ হাসিনাকে ক্ষমতা দিয়েছিল, কিন্তু হাসিনা অহংকার করেছিল। সে কারনেই আল্লাহ তায়ালা হাসিনার পতন ঘটিয়েছে। হাসিনা অহংকার করে বলেছিল হাসিনা পালায় না, কিন্তু হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই নেতাকর্মীদের বুঝতে হবে কখনো অহংকার করা যাবে না। বিজয় হয়েছে বলে অহংকার করে জনগন কস্ট পায় এমন কাজ করা যাবে না। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতী গ্রামে ইকবাল হাসান মাহমুদ টুকু তার জন্মস্থান নিজ বাড়ীতে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, ১৬বছর যাবত আমরা বিএনপি নেতাকর্মীরা মজলুম ছিলাম। আমাদেরকে আওয়ামীলীগ চরমভাবে নির্যাতন করেছে। বারবার নেতাকর্মীরা জেলে গেছে। আমাকেও জেল দেয়া হয়েছিল। কিন্তু হাসিনার জেলে আমাকে স্থান দিতে পারে নাই। তিনি বলেন, মাত্র ৫-৭ দিনের মধ্যে প্রায় ১৫শ আল্লাহর মাকলুকাত মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল হাসিনার হাতে। তাই ৫ আগষ্ট আল্লাহর রহমতে বিজয় হয়েছে। কিন্তু বিজয় নিয়ে যদি অত্যাধিক আনন্দিত ও অহংকারী হও তবে আল্লাহ সে বিজয় বেশি দিন রাখবেন না। তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, একটি দল ইতোমধ্যে বলছে, আওয়ামীলীগ-বিএনপি শীষ, সাপের বিষ অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার মানুষের চোখে যেন না পড়ে সেই কাজ প্রত্যেক নেতাকর্মীদের করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে জনগনের কাছে যেতে হবে, তাদের সুখ-দু:খে পাশে থেকে ভোট নিতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ। মতবিনিময় সভায় শিয়ালকোল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

ফেব্রুয়ারি 21, 2025 - 11:03
 0  8
অহংকারী হাসিনা  বলেছিল পালায় না, কিন্তু পালাতে বাধ্য হয়েছে : টুকু

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow