আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার : ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

পরিবর্তিত পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ আগস্ট) দলের রাজশাহী সাংগঠনিক বিভাগের অধীন জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন অভিমত ব্যক্ত করেন তিনি। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে। মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি গত সতের বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে, তার ধারবাহিকতা রাখতে হবে।দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন এবং সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশনা দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রস্তুতি এবং দলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রংপুর বিভাগের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন তিনি।

আগস্ট 30, 2024 - 20:44
 0  3
আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার  : ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow