‘আন্তর্জাতিক অপরাধ আইনের কিছু ধারার পরিবর্তন নিয়ে আলোচনা চলছে’

আন্তর্জাতিক অপরাধ আইনটি একটি বিশেষায়িত আইন। এই আইনে মানবতাবিরোধী সব বিচার করা সম্ভব। তবে আইনটি যুগোপযোগী করার জন্য এর কিছু ধারা পরিবর্তনের জন্য আলোচনা চলছে। এমনটা জানিয়েছেন আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, তাজা আলামত সংগ্রহের লক্ষ্যে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতালগুলো পরিদর্শন করছে। যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনী যে বুলেট ব্যবহার করে, সেরকম একটি গুলি আজকে সিএমএইচে অপারেশন করে বের করা হয়েছে। প্রসিকিউশন এগুলো আলামত হিসেবে সংগ্রহ করছে। এ সময় আন্দোলনে হতাহতদের স্বজনদের কাছে থাকা আলামতগুলো প্রসিকিউশনে জমা দেয়ার আহ্বানও জানান তিনি। তিনি আরও বলেন, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও তদন্তকারী কর্মকর্তা দরকার। তাছাড়া প্রসিকিউশনে আরও আইনজীবী নিয়োগ দিতে হবে। এ সময় আগামী সপ্তাহের মধ্যে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Sep 15, 2024 - 17:41
 0  4
‘আন্তর্জাতিক অপরাধ আইনের কিছু ধারার পরিবর্তন নিয়ে আলোচনা চলছে’

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow