আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত—

টুটুল , আশাশুনি (সাতক্ষীরা) ঃ ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সোমবার সকাল ১০ টায় এ সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী ও সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক সজল কুমার আঢ্য, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, উপ সহকারী কৃ্ষি কর্মকর্তা তরিকুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, থানার এসআই সাখাওয়াত হোসেন, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৩ ও ১৪ জানুয়ারী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। ক্যাপশান ঃ আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনে প্রস্তুতি সভায় উপস্থিত অতিথিবর্গ।

জানুয়ারি 7, 2025 - 11:05
 0  8
আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত—

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow