ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন পাইকগাছা উপজেলা নিবার্হী কর্মকর্তা -মাহেরা নাজনীন
মোঃ খোরশেদ আলম, পাইকগাছা খুলনা প্রতিনিধি!! ওই পুরাতন বর্ষ হয় গত! মহাকালের অমোঘ নিয়মে ইতিহাসের পাতা থেকে বিদায় নিল আরেকটি বছর। শুরু হল ইংরেজি নতুন বর্ষ ২০২৫ সাল। আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসেব-নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাই আগামী দিনের নতুন স্বপ্নে সোনালি প্রত্যাশার পাখা মেলে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, ‘বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,/ ক্ষমা করো আজিকার মতো,/ পুরাতন বর্ষের সাথে/পুরাতন অপরাধ যত।’ আমাদেরও প্রত্যাশা পুরনো বছরের যত ব্যর্থতা-বেদনা, হতাশা-নিরাশা এমনি করে ক্ষয় হোক আবর্ত আঘাতে। ইংরেজি নববর্ষ উপলক্ষে পাইকগাছা উপজেলা সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পাইকগাছা উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব মাহেরা নাজনীন । উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভ কামনা করছি৷ মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি নতুন বছর যেন আপনাদের জীবনে নতুন প্রত্যাশা, নতুন উদ্যম, নির্মল আনন্দ, সুস্বাস্থ্য, খুশি ও সমৃদ্ধি বয়ে আনুক। পুরনো বছরের ভুলগুলো শুধরে সমস্ত ইতিহাস থেকে ভালো ভালো শিক্ষা গ্রহণ এবং অতীতের সফলতা-ব্যর্থতাকে পুনর্মূল্যায়নের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সামনের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ``শুভ নববর্ষ
আপনার অনুভূতি কী?