ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা
ইয়েমেনের একাধিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার (৪ অক্টোবর) এ হামলা চালানো হয়। দেশটির সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভি জানায়, রাজধানী সানা ও হোদেইদাহ বন্দরে হামলা করা হয়েছে। তবে, এসব হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে বেশ সরব ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। বিভিন্ন সাগর-মহাসাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে প্রতিবাদ জানাচ্ছে সংগঠনটি। সম্প্রতি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে তারা। হুতিকে ঠেকাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সামরিক জোট গঠন করে ইয়েমেনে হামলা চালাচ্ছে বলেও জানা গেছে।
আপনার অনুভূতি কী?