এবার হত্যার হুমকি পেলেন শাহরুখ খান

বলিউড সুপার স্টার সালমান খানকে হত্যার হুমকির রেশ কাটতে না কাটতে এবার হত্যার হুমকি পেয়েছেন আরেক তারকা বলিউড বাদশাহ শাহরুখ খান। টেলিফোনে এই হুমকি পাওয়ার পর পুলিশে জানিয়েছেন তারকা। হয়েছে মুম্বাইয়ের বান্দ্রা থানা মামল দায়ের। সংবাদ সূত্র বলছে, মামলাটি বিএনএসের ৩০৮ (৪) এবং ৩৫১ (৩) (৪) ধারায় নথিভুক্ত করা হয়েছে। পুলিশ কলদাতাকে খুঁজে বের করতে এবং অভিনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। মুম্বাই পুলিশ ছত্তিশগড়ের রায়পুরে কলটি ট্রেস করেছে বলে জানা গেছে। তারপর সেখানে তদন্ত শুরু হয়েছে। এর আগে ৫ নভেম্বর, মুম্বাই পুলিশ সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একটি হুমকি বার্তা পেয়েছিল। হুমকি বার্তাটি অভিনেতাকে দুটি বিকল্প দিয়েছিল ক্ষমা চাওয়া বা বেঁচে থাকার জন্য ৫ কোটি রুপি দেয়া।

নভেম্বর 7, 2024 - 20:09
 0  11
এবার হত্যার হুমকি পেলেন শাহরুখ খান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow