কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ১২

এডিএফ (এলাইড ডেমোক্র্যাটিক ফোর্স) বিদ্রোহীদের হামলায় আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। বুধবার (২ জানুয়ারি) স্থানীয় বেশ কিছু সূত্রের বরাতে এমন তথ্য জানায় এএফপি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রদেশের দুই স্থানে স্টানা দুদিন হামলা চালানো হয়। বিদ্রোহীদের হাতে বিলেনদু গ্রামে কমপক্ষে আটজনকে হত্যা করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, মাঙ্গোয়া গ্রামে বিদ্রোহীরা আরও চারজনকে হত্যা করে। দুটি স্থানেরই বেশ কয়েকটি বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এর আগে, ক্রিসমাস চলাকালীন দেশটির উত্তরাঞ্চলীয় কিভু প্রদেশে এডিএফের সিরিজ হামলায় ২১ জন নিহত হয়। ওই হামলার রেশ শেষ না হতেই আবারও হামলার ঘটনা ঘটলো। উল্লেখ্য, এডিএফ ১৯৯০ সালের মাঝামাঝি থেকেই কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় হয়ে ওঠে। সেখানে তাদের যোদ্ধাদের হাতে প্রাণ হারিয়েছে কয়েক হাজার বেসামরিক নাগরিক।

জানুয়ারি 2, 2025 - 16:31
 0  5
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ১২

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow