কমিশন নিজের মত সংস্কার প্রস্তাব করলে কেউ মানবে না: মান্না

রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে কমিশনকে সংস্কার প্রস্তাব তৈরি করতে হবে। এটি না করে সংস্কার প্রস্তাব তৈরি করলে তা কেউ মানবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) দলটির এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, দ্রব্যমূল্য ইস্যুতে সরকার উদাসীন। সিন্ডিকেট ভাঙ্গতে না পারার জবাব তাদেরকেই দিতে হবে। এ সময় চাদাঁবাজি, দখলদারিত্ব, হয়রানিমূলক মামলা যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। তিনি আরও বলেন, অভ্যুত্থানের পরে ছাত্ররা ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে চাইলে আমরা তার বিরোধিতা করিনি। ড. ইউনূস দ্রুত নির্বাচন দেয়ার কথা বলেছেন। আমরা এটিকে বিশ্বাস করতে চাই। এ সময় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আন্দোলন ব্যর্থ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

অক্টোবর 10, 2024 - 17:20
 0  2
কমিশন নিজের মত সংস্কার প্রস্তাব করলে কেউ মানবে না: মান্না

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow