কলারোয়ায় রঙ তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবী দুর্গার রুপ

মোর্তজা হাসান, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ হিন্দু ধর্মালম্বীদের মাতৃত্ব ও শক্তির প্রতীক দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মাধ্যমে শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার সময় ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে দেবীকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার প্রতিমা তৈরির মৃৎশিল্পীরা। শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় ইতোমধ্যে মাটির কাজ শেষ করে চলছে রঙ তুলির কাজ। শিল্পীর রঙ তুলির আঁচড়ে গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তী। পূজা উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দির গুলোতে চলছে সাজসজ্জার প্রস্তুতি। ইতোমধ্যে খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে দুর্গাসহ নানা প্রতিমার কাঠামো তৈরী শেষে এখন চলছে প্রতিমায় রং দেয়ার কাজ। শিল্পী নিপুণ হাতে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশসহ নানা প্রতিমা। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ৫দিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।স্থানীয় শিল্পী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা এখানে এসে প্রতিমা তৈরি ও রং তুলির কাজ করছেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ রায় জানান, তারা প্রশাসনের সকল পর্যায় থেকে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছেন। কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন না। তিনি সকল সনাতন ধর্মাবলম্বীদেরকে পূজার শুভেচ্ছা জানান। কলারোয়া থানা সূত্রে জানা গেছে, এবার কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১টি মন্ডপ গুরুত্বপূর্ণ এবং ১৮টি মন্ডপ অধিক গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।ইতোমধ্যে পুলিশ সব মন্ডপ গুলিতে নজরদারি ও টহল অব্যাহত রেখেছে। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ সর্বদা সজাগ রয়েছে।

অক্টোবর 6, 2024 - 18:40
 0  5
কলারোয়ায় রঙ তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবী দুর্গার রুপ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow