কাটিপাড়ায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলার কাটিপাড়া ঐতিহ্যবাহী বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাটিপাড়া তরুণ সমাজের উদ্যোগে ও শহীদ মীর মুগ্ধ স্মৃতি চার দলীয় ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় `|নিশান ফুটবল একাডেমী`` চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকালে ৫টায় কাটিপাড়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় নিশান ফুটবল একাডেমি ২-১ গোলের ব্যবধানে সি,আর, সেভেনকে পরাজিত করে। খেলা শেষে মোঃ আব্দুল সালাম মোড়ল সভাপতিত্বে ও স্যার অমিয় দাশের সঞ্চালনায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য ও পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক বারবার নির্বাচিত সভাপতি জি,এম আব্দুস সাত্তার,পৌরসভা বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, মোস্তফা মোড়ল, ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির আহমেদ, সাবেক শেখ হাবিবুর রহমান ও বাবু প্রাণ কৃষ্ণ মন্ডল এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুমন, মেছের আলি সানা, শহীদ , ইসমাইল ,কামরুল , মোহর আলী, প্রভাষক মনিরুজামান মনি , হুরায়রা বাদশা, রায়হান ,মিজানুর রহমান , একে, এম মিজানুর , শামছুর জামান, শুকুর আলী, পিরালী গাজী ,হারুনা রশীদ, গফফার মোড়ল,ইব্রাহীম গাজী, লাল মাহমুদ, রাজাক মোহম্মদ, রেজাউল, আজিজ , শিক্ষক উত্তমকুমার, সঞ্জয়, হাবিবুর, ফিরোজ ও আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা মোঃ মঈনুর রহমান অবঃ সেনা কর্মকর্তা সহ সকল উপদেষ্টা বৃন্দ খেলাটি সার্বিক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন এমএম সামাদ হাসান ও মাঠের খেলোয়াড়দের সভাপতি ছাত্রনেতা নয়ন ফাইনাল খেলাটি পরিচালনা করেন সার্ভেয়ার রবিউল ইসলাম ও এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ খোরশেদ আলম ও কাজি সোহাগ সহ অসংখ্য ফুটবল প্রেমিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি ।

অক্টোবর 5, 2024 - 22:50
 0  2
কাটিপাড়ায়  ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow