কুড়িগ্রামে পানির পাম্প সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে পানির পাম্পের সংযোগ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকুল মিয়া (৩৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সাট কড়াইবাড়ি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে বাড়ির পানির পাম্প সরানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংযোগ তারে জড়িয়ে পড়েন মুকুল। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মুকুল মিয়া দাঁতভাঙ্গা ইউনিয়নের সাট কড়াইবাড়ি গ্রামের মৃত কাব্বাস আলীর ছেলে। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।"

Apr 17, 2025 - 21:48
 0  3
কুড়িগ্রামে পানির পাম্প সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow