কেশবপুরে পৌর সুপার মার্কেট নির্মাণের শুভ সূচনা: ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আবুজার গিফারী, কেশবপুর (যশোর): কেশবপুর পৌরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো আধুনিক পৌর সুপার মার্কেট নির্মাণের কাজ। শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) সকালে আই.ইউ.জি.আই.পি প্রকল্পের আওতায় কেশবপুর পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন কেশবপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সুজন কেশবপুর শাখার সভাপতি হাজী রুহুল কুদ্দুস এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। নির্মাণ কাজ বাস্তবায়ন করবে জাকাউল্লাহ-বনান্তর ট্রেডিং লিমিটেড, চাঁচড়া, যশোর। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।

আপনার অনুভূতি কী?






