কে চোর
বিপুল চন্দ্র রায় রাজারহাট-কুড়িগ্রাম: বড় চোর চুরি করে হয়না বিচার। ছোট চোর চুরি করে গাছে বেঁধে বিচার। সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা। সৎ সাহস নাই কি? মধ্যস্থ সব দালাল। ন্যায় অন্যায় নাই কি? এভাবে চললে দেশ ন্যায় পাবো কোনকাল। আমরা সবাই হতাশ। সুদখোর ঘুষখোর এরাই পাতি নেতা। চোরেরা খায় লুটেপুটে জনগণ খায় বাতাস।
আপনার অনুভূতি কী?