কোটচাঁদপুর পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

, স্টাফ রিপোর্টার: "সত্যের সেনানীরা নেবে নাকো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫অক্টোবর) সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পৌর শাখার আমীর মাওলানা নাজির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও ঝিনাইদহ জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। এসময় তিনি দেশ ও জাতি গঠনে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। পৌর সেক্রেটারি আব্দুল কাইয়ুম এর পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আজিজুর রহমান, সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সম্পাদক রেজাউল ইসলাম, থানা সহকারী সেক্রেটারি মশিউর রহমান, শিবিরের সাবেক থানা সভাপতি সাদ আহমেদ, সাবেক সেক্রেটারি আহসান হাবিব শামীম সহ পৌর শাখার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা।

অক্টোবর 5, 2024 - 22:47
 0  7
কোটচাঁদপুর পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow