কয়রা সদর ইউনিয়নে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা।
কয়রা (খুলনা)প্রতিনিধিঃ সরকারী ও বেসরকারি উন্নয় কার্যক্রমের সার্বিক অগ্রগতি মূল্যয়ন ও ভবিষাৎ পরিকল্পনা নির্ধারণে ইউনিয়ন পর্যায়ে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গবার (২০এপ্রিল) সকাল ১১ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগীতায় ডরপ ইনক্রিজিং এক্সেস প্রকল্পের আয়োজনে এ পরিকল্পনা সভা অনু্ষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও ডরপ প্রকল্পের কয়রা ইউনিয়ন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মশিউর রহমানের সঞ্চলনায় পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন,ইউনিয়ন, ইউপি সদস্য আবু হোরায়রা , শেখ সোহরাব হোসেন,আবুল কালাম আজাদ,নাজমুচ্ছায়াদাৎ, মোস্তফা মাষ্টার শফিকুল ইসলাম, মূর্শিদা আক্তার, সেলিনা আক্তার লাইলী , শাহানারা জামাল,ডরপ ইভলব প্রকল্পের হারুন অর রশিদ, মোল্লাাহ মনিরুজ্জামান, যুব ইয়ুথ সসদস্য আশিকুজ্জামান,আবু মূসা, রফিকুল ইসলাম সপ্না মন্ডল প্রমূখ। পরিকল্পনা সভায় শিক্ষক, সাংবাদিক, ও কমিউনিটি পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল।

আপনার অনুভূতি কী?






