খাগড়াছড়ি ও সাজেকে আজ থেকে যেতে পারছেন পর্যটকরা

প্রায় এক মাস বন্ধ থাকার পর খাগড়াছড়ি ও সাজেকে ভ্রমণ করতে পারছেন পর্যটকরা। মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে সব ধরনের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খোলা হয়েছে। এর আগে, পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে কয়েক দফায় নিরুৎসাহিত করে প্রশাসন। পরে সবশেষে গত ৮ অক্টোবর থেক খাগড়াছড়িতে পর্যটক ভ্রমণ বিরত থাকতে প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়। গত দুই মাসে পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান নানা সংঘাত, পাহাড়ি-বাঙালি সহিংসতার ঘটনা, গুজব ছড়ানোকে ঘিরে স্থবিরতা আসে পাহাড়ের জনজীবনে। এসব কাটিয়ে জনমনে স্বস্তি ও স্বাভাবিকতা ফিরে আসায় আজ থেকে পর্যটকদের ভ্রমণে খোলা হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো। এতে প্রাণচাঞ্চল্য ফিরছে পর্যটক, পর্যটন কেন্দ্র, সংশ্লিষ্টদের মাঝে।

নভেম্বর 5, 2024 - 17:44
 0  6
খাগড়াছড়ি ও সাজেকে আজ থেকে যেতে পারছেন পর্যটকরা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow