গাইবান্ধার সাংবাদিক আতিক বাবুর পিতা বীর মুক্তিযোদ্ধা হিরুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি, গাইবান্ধা —গণ উত্তরণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশন গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক আতিক বাবুর পিতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হিরু'র দাফন সম্পন্ন হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার (০১ এপ্রিল) বিকালে বল্লমঝাড় আমিনিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গনে বিউগলে করুণ সুর বাজিয়ে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (অ:দা:) মনোরঞ্জন বর্মন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদারসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হিরু। অসুস্থতা বেশি হওয়ায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

Apr 1, 2025 - 21:52
 0  1
গাইবান্ধার সাংবাদিক আতিক বাবুর পিতা বীর মুক্তিযোদ্ধা হিরুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow