গৃহকর্মী লিজা হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেফতার, কারাগারে প্রেরণ

মোঃ আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ—ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজকে গৃহকর্মী লিজা আক্তার হত্যা মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ১৬ এপ্রিল এ মামলায় রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন নবী নেওয়াজকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় তাৎক্ষণিকভাবে রিমান্ড মঞ্জুর না হয়ে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাজধানীর রমনা থানা এলাকা থেকে ডিবি পুলিশ নবী নেওয়াজকে গ্রেফতার করে। মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর রমনা থানার অন্তর্গত এলাকায় গৃহকর্মী লিজা আক্তার গুলিবিদ্ধ হন। পরে ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল শিকদার বাদী হয়ে ৫ সেপ্টেম্বর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করা হয়। নবী নেওয়াজ ছিলেন মামলার ১৭০ নম্বর এজাহারনামীয় আসামি। এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং মামলার অগ্রগতির দিকে নজর রাখছে সাধারণ জনগণ।

Apr 13, 2025 - 20:31
 0  5
গৃহকর্মী লিজা হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেফতার, কারাগারে প্রেরণ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow