গোপালগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন মুন্সীসহ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে আজ রোববার (২০ অক্টোবর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন মুন্সী, ছাত্রলীগ কর্মী সাব্বির মুন্সী ও রানা মোল্লা এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম। তাদের মধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় ৩ জন ও সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানো মামলায় একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর থেকে এরা দীর্ঘদিন পালিয়ে ছিল। পুলিশের নিয়মিত অভিযানে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

অক্টোবর 20, 2024 - 18:32
 0  4
গোপালগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow