গ্রেফতার দেখানো হলো সাবেক ৪ মন্ত্রী, আইজিপিসহ ৭ জনকে

রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাদের গ্রেফতার দেখানো হয়। এ সময় পুলিশ ও রাষ্ট্রপক্ষ আদালতকে বলেন, ছাত্র-জনতার আন্দোলন দমনে আসামিরা সরাসরি হস্তক্ষেপ করেছে। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় পুলিশ, আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর গুলি করেন। আসামিরা জামিন পেলে দেশ আবার অস্থিতিশীল হবে বলেও আদালতকে জানানো হয়। অপরদিকে আসামিদের বয়স এবং অসুস্থতা বিবেচনায় জামিন চান তাদের আইনজীবী। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। এদিকে, রোববার দোহার থানার বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। এ সময় তার রিমান্ড আবেদন করা হয়। তবে অন্য একটি হত্যা মামলায় তার রিমান্ড চলমান থাকায় এ বিষয়ে শুনানি পরে হবে বলে জানিয়েছেন আদালত।

Sep 22, 2024 - 12:08
 0  4
গ্রেফতার দেখানো হলো সাবেক ৪ মন্ত্রী, আইজিপিসহ ৭ জনকে

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow