চট্টগ্রাম টেস্ট: চা-বিরতির আগে দ্বিতীয় ইনিংসেও ফের ছন্নছাড়া বাংলাদেশ

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একেবারে যাচ্ছেতাই অবস্থা বাংলাদেশের ব্যাটারদের। প্রথম ইনিংসে ফলো-অনে পড়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে নাজমুল শান্তর দল। তবে গল্প এখানেও পাল্টায়নি। আগের মতোই বাংলাদেশের টপ অর্ডার যেন তাসের ঘর। চা-বিরতির আগে দলীয় ৪৩ রানেই নেই ৪ ব্যাটার। ইনিংসের শুরুতেই ৪১৬ রানের পিছিয়ে থাকা। ম্যাচে ইনিংস হার যেন উঁকি দিচ্ছে। এদিকে তৃতীয় দিনের অর্ধেক পেরিয়েছে। এর অর্থ হলো ম্যাচের অর্ধেক এখনও বাকি। তাই বুঝেশুনে ব্যাট চালানোটাই মুখ্য। কিন্তু, হিতে বিপরীত। সেই আগের ইনিংসের মতোই সাজঘরে ফেরার প্রতিযোগিতা শুরু হয়ে গেল ব্যাটারদের মধ্যে। মুথুসামির জোড়া আঘাতের পাশাপাশি একটি করে উইকেট তুলে নিয়েছেন মহারাজ ও পিটারসন। সাদমান ইসলামকে বিদায় করে এর শুরুটা করেন পিটারসন। আরেক ওপেনার জয়কে প্যাভিলিয়নে ফেরান মুথুসামি। প্রথম ইনিংসে দলের ভরসা হয়ে ওঠা মুমিনুলের ব্যাট হাসেনি এবার। শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। চা-বিরতির আগে বাংলাদেশ শিবিরে শেষ আঘাত হানেন মুথুসামি। জাকের আলীকে বিদায় করেন তিনি। অপরাজিত ১৩ রানে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল শান্ত।

অক্টোবর 31, 2024 - 16:14
 0  5
চট্টগ্রাম টেস্ট: চা-বিরতির আগে দ্বিতীয় ইনিংসেও ফের ছন্নছাড়া বাংলাদেশ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow