চাষি , বিপুল চন্দ্র রায় রাজারহাট-কুড়িগ্রাম।
মৃগেন বাবু কৃষক চাষাবাদ করে খায়। সাদা মনের মানুষ দাদা বলে ডাকে সবাই। তাঁর কৃষি পেশা, চাষাবাদ নেশা। জমি করে আবাদ ফলায় আলু,পিঁয়াজ,বাদাম। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্ষেতে কাজ করে নিত্যদিন। সোনার স্বপ্ন মাটিতে রোপণ এই মাটিতেই সোনার ডিম। সোনার ফসল ঘরে তুলে, বাজারে পায় ভালো দাম। চোখে মুখে মিষ্টি হাসি কৃষি কাজ ভালোবাসি।
আপনার অনুভূতি কী?