চুয়াডাঙ্গা জেলায় ডেভিল হান্ট অপারেশন গ্রেফতার ৯

সাব্বির আলিম চুয়াডাঙ্গা দর্শনা প্রতিনিধি অপারেশন ডেভিল হান্টের অভিযানে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস। এর আগে সোমবার দিবাগত সারারাত চলে অভিযান গ্রেফতার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে সাঈদ আহম্মেদ উৎস (২৬), ছাত্রলীগ সদস্য। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বাড়াদী গ্রামের মকবুল হোসেনের ছেলে শামসুজ্জামান (৪০),বাড়াদী ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আলমডাঙ্গা উপজেলার নারায়ণপুর গ্রামের মরহুম বিশারত আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৫), জামজামি ইউপি যুবলীগের ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি। আলমডাঙ্গা ভাংবাড়িয়া গ্রামের ইখতার আলী মণ্ডল ছেলে রেজাউল করিম (৩৭), ভাংবাড়িয়া ইউপি যুবলীগের সভাপতি। দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাসান আলী (৪৪),দামুড়হুদা ইউপির ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি। জীবননগর উপজেলার নিধিকুন্ড গ্রামের ইয়াছিন আলীর ছেলে রাশেদ মিয়া (৫০), আন্দুলবাড়ীয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। দর্শনা থানার কৃষ্ণপুর গ্রামের মরহুম জাফর আলীর ছেলে সালাউদ্দিন (৩৩), নেহালপুর ইউপি যুবলীগের সহ-সম্পাদক। কুন্দিপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে জামাল উদ্দিন (৫৫), নেহালপুর ইউপি আওয়ামী লীগের সহ-সম্পাদক। ডিহি কৃষ্ণপুর গ্রামের রমজান মণ্ডলের ছেলে মফিজুল ইসলাম (৪৬), নেহালপুর ইউপি আওয়ামী লীগের দফতর সম্পাদক। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, ‘গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার পাঁচটি থানায় করা বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে

ফেব্রুয়ারি 11, 2025 - 21:32
 0  3
চুয়াডাঙ্গা জেলায় ডেভিল হান্ট অপারেশন  গ্রেফতার ৯

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow