জামালপুরে আসন্ন 'বড়দিন-উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে ডিআইজি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃরাকিব হাসান জামালপুর। জামালপুরে আসন্ন 'বড়দিন-উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে ডিআইজি মতবিনিময় সভা অনুষ্ঠিত বুধবার (১৮ ডিসেম্বর) আসন্ন 'বড়দিন-২০২৪' উপলক্ষে জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,খ্রিষ্টান সম্প্রদায়ের নেত্রীবৃন্দের সাথে ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ, উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার পিপিএম-সেবা,সৈয়দ রফিকুল ইসলাম, আসন্ন বড়দিন উদযাপনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে বিভিন্ন নির্দেশনা সমূহ মতবিনিময় সভায় আলোচনা করা হয়। মাননীয় ডিআইজি মহোদয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমরা চাই সবাই সুন্দরভাবে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করুক। তারপরেও দেখা যায় কিছু স্বার্থান্বেষী গোষ্টি সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটায়। আপনারা নিরাপদে বড়দিন পালন করবেন, আমরা আপনাদের পাশে আছি। কোন অসুবিধা হলে আমাদের জানাবেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো। মাননীয় ডিআইজি মহোদয় খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন-২০২৪ উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানান। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ মাসুদ আনোয়ার; সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান (মাদারগঞ্জ সার্কেল),জামালপুর;মোঃ আতিক ফয়সাল (অফিসার ইনচার্জ), জামালপুর সদর থানা;মোঃ চাঁদ মিয়া (অফিসার ইনচার্জ),সরিষাবাড়ী থানা;খন্দকার শাকের আহমেদ(অফিসার ইনচার্জ),বকশীগঞ্জ থানা; মোঃ হাসান আল-মামুন(অফিসার ইনচার্জ), মাদারগঞ্জ মডেল থানা; এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দসহ জামালপুর জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ ওখ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর 18, 2024 - 18:34
 0  4
জামালপুরে আসন্ন 'বড়দিন-উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে ডিআইজি মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow