দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস নিষিদ্ধের সিদ্ধান্তে মাথা ন্যাড়া করে বিক্ষোভ

দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ হতে যাচ্ছে কুকুরের মাংস খাওয়া। এমন সিদ্ধান্তের কারণে দেশটির দীর্ঘদিনের বিতর্কিত ঐতিহ্যের অবসান ঘটতে যাচ্ছে। এদিকে, প্রতিবাদে মাথা ন্যাড়া করে বিক্ষোভ করেছে কুকুরের মাংস শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। মঙ্গলবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এবিএস-সিবিএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার কৃষি মন্ত্রণালয় ঘোষণা করে, সরকার খাবারের জন্য প্রজনন করা প্রায় ৫ মিলিয়ন কুকুরকে পুনর্বাসনে সহায়তা করবে। কুকুর উৎপাদনে জড়িতদের ভর্তুকি ও প্রণোদনা দেবে যাতে তারা আগামী ২০২৭ সালের প্রথম দিকে নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত হতে পারে। সরকার কুকুর প্রজননকারী, কৃষক এবং রেস্তোঁরাগুলোকে তাদের ব্যবসা বন্ধের জন্য প্রণোদনা হিসেবে প্রায় ৭৫ মিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে। তবে, কুকুরের মাংস শিল্প গোষ্ঠীগুলো বলছে, প্রদত্ত সরকারি সহায়তা অপর্যাপ্ত। এ সহায়তা বৃদ্ধির জন্য তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

অক্টোবর 9, 2024 - 10:07
 0  3
দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস নিষিদ্ধের সিদ্ধান্তে মাথা ন্যাড়া করে বিক্ষোভ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow