দরিদ্রদের চিকিৎসায় ডাক্তারদের সহনশীল হওয়ার আহ্বান স্বাস্থ্যের মহাপরিচালকের
দরিদ্র রোগীদের চিকিৎসায় ডাক্তারদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। বুধবার (১৬ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব এনেসথেশিয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশে চিকিৎসা ব্যায় দক্ষিন এশিয়ার মধ্যে সর্বোচ্চ জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, চিকিৎসা করাতে গিয়ে অসংখ্য মানুষ নি:স্ব হয়ে যাচ্ছে। এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদ ডা. মিলন হল হয়ে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন এনেসথেসিওলজিস্টরা। এসময় চিকিৎসকরা বলেন, অ্যানেসথেসিয়ার উন্নতি হওয়ার কারণেই বর্তমানে জটিল সব সার্জারি করা সম্ভব হচ্ছে।
আপনার অনুভূতি কী?