দৌলতদিয়ায় অগ্নিকান্ডে ঘর ও পশু ভস্মিভূত হয়ে নিঃস্ব দুই পরিবার

রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অগ্নিকান্ডে দু’টি বাড়ি ও ঘরসহ প্রায় চৌদ্দ লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় শাহাদাৎ মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। এসময় রেজাউল ও শহিদের দু’টি গরুসহ দু’টি বাড়ী আগুনে ভস্মিভূত হয়েছে। স্থানীয়রা বলেন, শহীদের বাড়ীর রান্না ঘর থেকে আগুনে সূত্রপাত ঘটে। এলাকাটি ঘনবসতি হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ি রেজাউলের ঘরে। এ সময় শহীদের গোয়াল ঘরে থাকা দু’টি গরু আগুনে পুড়ে যায়। পরিবারের সকলের চিৎকার চেঁচামেচিতে ৪ নং ফেরিঘাটে আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা ব্যর্থ হয়। এ সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার লিডার বাছের আলী বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনে একটি গবাদি পশু ও দু’টি ঘর ভস্মিভূত হয়েছে।

ডিসেম্বর 28, 2024 - 13:50
 0  2
দৌলতদিয়ায় অগ্নিকান্ডে ঘর ও পশু ভস্মিভূত হয়ে নিঃস্ব দুই পরিবার
দৌলতদিয়ায় অগ্নিকান্ডে ঘর ও পশু ভস্মিভূত হয়ে নিঃস্ব দুই পরিবার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow