দ্রুতই টিসিবির পণ্য বিক্রি শুরু হবে: অর্থ উপদেষ্টা

১ কোটি পরিবারের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেয়ার কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। দ্রুতই এই কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। রোববার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। সালেহ উদ্দিন আহমেদ বলেন, বাজার নিয়ন্ত্রণে পণ্য মজুদ, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আগে যারা চাঁদাবাজি করতো তারা পালিয়েছে। তবে নতুন অনেকে এসেছে। এ সময় বাজারে স্থিতিশীলতা আনাই অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। এর আগে সচিবালয়ে তিনি বলেন, বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। যৌক্তিক সকল প্রকল্পে তাদের অংশীদারিত্ব থাকবে।

আগস্ট 18, 2024 - 17:40
 0  9
দ্রুতই টিসিবির পণ্য বিক্রি শুরু হবে: অর্থ উপদেষ্টা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow