ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের পলাশবাড়ী ফুটবল মাঠে আড়ানগর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আড়ানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হাই সিদ্দিকির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহ-পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশকে একটি জনপ্রত্যাশার কাঙ্ক্ষিত কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে বলে জানান। তিনি আরো বলেন নতুন বাংলাদেশের স্বপ্নে এদেশের ছাত্র -জনতা সম্প্রতি ঘটে যাওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে জীবন বিলিয়ে দিয়েছে সুতরাং সেই স্বপ্ন যেন কেউ হাইজ্যাক করে ফ্যাসিবাদকে পুনঃ প্রতিষ্ঠিত করতে না পারে সেজন্য জামায়াতে ইসলামীর কর্মীদের সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ -২ আসনে জামায়াত মনোনীত এম পি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির ও আলমপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাওঃ আতাউর রহমান, মাওঃ আব্দুল আজিজ প্রমুখ

ফেব্রুয়ারি 21, 2025 - 20:06
 0  3
ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত 

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow