নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪৭

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আরও অনেকে। দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় রাতে প্রাচীন শহর কানো থেকে উত্তরে ইয়োব প্রদেশের দিকে যাচ্ছিলো ট্যাংকারটি। রাজধানী আবুজা থেকে ৫৩০ কিলোমিটার উত্তরে দুর্ঘটনার শিকার হয় সেটি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সড়কে। ছড়িয়ে পড়ে পেট্রোল। আশপাশের অনেকে জ্বালানি সংগ্রহ করতে যায় সেখানে। হঠাৎ বিস্ফোরিত হয় ট্যাংকারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রায় একশ’ জনের। হাসপাতালে নেয়ার পর বা পথে প্রাণ হারায় বাকিরা। চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই প্রাণহানি বাড়ার শঙ্কা রয়েছে। নাইজেরিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন নিকটস্থ হাসপাতালের চিকিৎসকদের জরুরি বিভাগে দ্রুত পৌঁছে আহতদের সহায়তা করতে আহ্বান জানিয়েছে। নাইজেরিয়ার আইন প্রণেতারা সংসদে এক মিনিট নীরবতা পালন করেছেন। নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেটিমা বুধবার এক বিবৃতিতে নিরাপত্তা পর্যালোচনার আহ্বান জানিয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় বন্দোবস্ত করছে। পুলিশের মুখপাত্র জানান, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে সাম্প্রতিক অন্যতম বড় দুর্ঘটনা এটি।

অক্টোবর 17, 2024 - 10:07
 0  2
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪৭

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow