নড়াইলের চাকই গরু হাটে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী লক্ষাধিক টাকা খোয়া!

রাসেল মোল্লা নড়াইল: নড়াইলের চাকই গরু হাটে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী হাফিজুর মোল্যা লক্ষাধিক টাকা খোয়া। নড়াইল যশোরের সীমান্তবর্তী এলাকা চাকই গরু ছাগলের হাট আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চায়ের সাথে অচেতন ওষুধ খাইয়ে নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের হাফিজুর মোল্যাকে অচেতন করে, কাছে থাকা আনুমানি ১ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।পরবর্তীতে হাট কতৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে ভুক্তভোগীর বাহার মোল্যা বলেন আমার ভাই প্রতিদিনের ন্যায় বুধবারে চাকই গরুহাটে যায় কিন্ত হাটে যাওয়ার পর আমাদের কাছে খবর আসে আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি, স্যলাইন চলছে আশংকা মুক্ত। আমরা প্রশাসনের কাছে এই অজ্ঞাত ব্যাক্তিদের শনাক্ত করে শাস্তির দাবি জানাই। এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জানান এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিবো।

অক্টোবর 17, 2024 - 09:52
অক্টোবর 17, 2024 - 09:57
 0  8
নড়াইলের চাকই গরু হাটে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী লক্ষাধিক টাকা খোয়া!

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow