নড়াইলের রায়গ্রামে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

মোঃ রাসেল মোল্লা নড়াইল। নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায় গ্রামে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবিত্রী রানীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার ছেলেদের আয়োজনে নিজ বাসভবনে এ মতুয়া মহাউৎসব অনুষ্ঠিত হয়। মতুয়া বিনোদ বিশ্বাসের সভাপতিত্বে ও মতুয়া অলোক পান্ডের পরিচালনায় এ মতুয়া মহাউৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসিম কুমার পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাবু মোল্লা।শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিলন বিশ্বাস।এছাড়াও উপস্থিত ছিলেন মতুয়া রাম পাল, মতুয়া মুকুল পাগল,মতুয়া মিলন বিশ্বাস, মতুয়া সুজিত বিশ্বাস,মতুয়া বিধান বিশ্বাস, মতুয়া মিত্র বিশ্বাস, মতুয়া লিঠান বিশ্বাস, সহ মতুয়া মিশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের শত শত মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন। প্রধান অতিথি অসীম কুমার পাল তার বক্তৃতাকালে বলেন,হিন্দু সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির বার্তা বহন করে চলে।তিনি মতুয়াদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়নে এবং ভালো কাজে অংশীদার হতে সকলের প্রতি আহবান জানান।

Apr 18, 2025 - 22:35
 0  4
নড়াইলের রায়গ্রামে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow