পলিথিন নিষিদ্ধ, এটি ব্যবহার হচ্ছে কিনা নিয়মিত মনিটর করা হবে: বস্ত্র ও পাট উপদেষ্টা

সুপারশপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ। এখন থেকে বিষয়টি নিয়মিত মনিটর করা হবে- এ কথা জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে গুলশানের ইউনিমার্টে পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, গোল্ডেন ফাইবার হারিয়ে গেছে। পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধ করা একটি যুগান্তকারী কাজ। পাটের সোনালী অতীত ফিরে আনতে এটি খুব জরুরি পদক্ষেপ। পাটের ব্যবহার বাড়ানো গেলে দেশের অর্থনীতি ও কৃষক লাভবান হবে। উপদেষ্টা বলেন, পাটের ব্যাগ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। তাই এটি ব্যবহারে উদ্যোগী হতে সবাইকে আহ্বান জানান।

অক্টোবর 1, 2024 - 14:50
 0  3
পলিথিন নিষিদ্ধ, এটি ব্যবহার হচ্ছে কিনা নিয়মিত মনিটর করা হবে: বস্ত্র ও পাট উপদেষ্টা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow