পাইকগাছায় আহত সাংবাদিক কন্যার আশু সুস্থতা কামনা

``দৈনিক অভয়নগর``পত্রিকার পাইকগাছা প্রতিনিধি, পাইকগাছা প্রেসক্লাবের সহযোগী সদস্য সাংবাদিক খোরশেদ আলমের একমাত্র কন্যা খুরশিদা আলম খুশবু ( ২০ ) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছার রাড়ুলীতে ইঞ্জিন ভ্যানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সে পাইকগাছা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। (আজ ৮ অক্টোবর ) মঙ্গলবার ছিল খুশবু'র ২০ তম জন্মদিন। এদিন সকাল ১১ টার দিকে খুশবু তার সহপাঠী বন্ধুদের সাথে ইঞ্জিন ভ্যান যোগে জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের বাড়িতে যাচ্ছিল জন্মদিন পালন করতে। রাড়ুলীর মাঝপথে পৌছানোর পর হঠাৎ চলমান ইঞ্জিন ভ্যানের চাকায় খুশবু'র শাড়ি পেচিয়ে যায়। এসময় ভ্যান থেকে পড়ে গিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে গুরুতর আহত হয় সাংবাদিক কন্যা খুশবু। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বড় ধরণের আঘাতে তার মাথা জখম হওয়ায় কয়েকটি সেলাই দেওয়া হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে। এদিকে আহত সাংবাদিক কন্যা'র আশু সুস্থতা কামনা করেছেন দৈনিক অভয়নগর পত্রিকার কর্মরত সাংবাদিক বৃন্দ।

অক্টোবর 10, 2024 - 15:47
 0  4
পাইকগাছায় আহত সাংবাদিক কন্যার আশু সুস্থতা কামনা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow