পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ছয় সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশটির উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, নিহত সেনারা হলেন- লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকত, ল্যান্সনায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্সনায়েক ইউসুফ আলী, ল্যান্সনায়েক শহীদ উল্লাহ, ল্যান্সনায়েক আখতার জামান ও সিপাহি জামিল আহমেদ। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী জেলাটিতে শুক্রবার গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকতের নেতৃত্বাধীন একটি সেনাদলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে শৌকতসহ আরও পাঁচ সেনা নিহত হন।

অক্টোবর 6, 2024 - 10:46
 0  3
পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow