পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু ও মঞ্জু প্রামাণিক নামে দুজন নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন মধু (৪৫) পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ি গলির আরমান শেখের ছেলে এবং মঞ্জু প্রামাণিক (৪৪) পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশাচালক ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন মিলন ও মঞ্জু। হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করেন। এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।পাবনা সদর থানার ওসি রওশন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঠিক কী কারণে এ ঘটনা ঘটছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে প্রাথমিক ধারণা মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

Sep 4, 2024 - 20:53
 0  4
পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow