পায়রা বন্দ‌র কর্তৃপক্ষের ১‌ দিনের বেতন বন্যার্তদের তহ‌বিলে জমা

বন্যায় আক্রান্তদের জরুরি শুষ্ক খাদ্য ও রিলিফ ম্যাটেরিয়াল সরবরাহের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ বি‌ভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বন্যার্তদের মানবিক সহায়তায় বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থ শিগগিরই মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ তহবিলে জমা প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের পাইলট মেহেদি হাসানকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে সেই কমিটি কার্যক্রমও শুরু করেছে। বন্যার্ত ৭০০ পরিবারকে সহায়তা করার জন্য শুকনো খাদ্য, বিস্কুট, চিড়া, পানি, ওষুধ ইত্যাদি সম্বলিত ৭০০ প্যাকেট খাদ্যসামগ্রী ঢাকাস্থ নৌবাহিনী ঘাটিতে প্রদান করা হয়েছে। র‌বিবার (২৫ আগস্ট) সেই প্যাকেট জাত খাদ্যসামগ্রী ফেনী/ পরশুরাম এলাকায় নৌবাহিনীর নিয়োজিত কন্টিনজেন্টের মাধ্যমে বিতরণ করা হবে।

আগস্ট 25, 2024 - 19:37
 0  3
পায়রা বন্দ‌র কর্তৃপক্ষের ১‌ দিনের বেতন বন্যার্তদের তহ‌বিলে জমা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow