পিলখানা হত্যা: ১৫ ডিসেম্বর হাইকোর্টে কমিশন গঠনের পূর্ণাঙ্গ তথ্য দাখিলের নির্দেশ

পিলখানা হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠনে দেরি হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। কমিশন গঠনের পূর্ণাঙ্গ তথ্য ১৫ ডিসেম্বর হাইকোর্টে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষ জানায়, কমিশন গঠন এখনও প্রক্রিয়াধীন। মতামতের জন্য তা এখন আইন মন্ত্রণালয়ে আছে। জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়ে সাড়া না পাওয়ায় গত মাসে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। ৬ নভেম্বর এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া রিটকারীর আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দফতর পিলখানায় কথিত বিদ্রোহের ঘটনা ঘটে। ওই সময় পিলখানায় ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়।

ডিসেম্বর 2, 2024 - 18:30
 0  3
পিলখানা হত্যা: ১৫ ডিসেম্বর হাইকোর্টে কমিশন গঠনের পূর্ণাঙ্গ তথ্য দাখিলের নির্দেশ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow