পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি
রাজশাহী প্রতিনিধি।।। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং নিরপেক্ষ সংস্থা হিসেবে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার ও পুলিশ সংস্কার কমিশন—এমনটাই বলেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০ তম সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, অপরাধ দমন, জনগণের নিরাপত্তা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের প্রধান কাজ। জনবান্ধব পুলিশ ব্যবস্থা প্রণয়নে, পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান বাহারুল আলম। এর আগে, কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন। ২০২৩ সালে বুনিয়াদি প্রশিক্ষণের জন্য একাডেমিতে যোগ দেয় ৪০ তম সাব-ইন্সপেক্টর ব্যাচের ৮২১ এসআই। পরে গুরুতর অপরাধের জন্য চাকরি যায় ২২ জনের। মাঠ ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে চার ধাপে বাদ পড়েন ৩২১ জন শিক্ষানবিশ এসআই। গেল ২৬ নভেম্বর ৪০ তম এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে বাতিল করা হয়েছিল।
আপনার অনুভূতি কী?