‘পুলিশের ভুলগুলো গণমাধ্যমে আসা উচিত’

পুলিশের ভুলগুলো গণমাধ্যমে আসা উচিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের নতুন পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খান। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমি চাই ইতিবাচক সমালোচনা থাকুক। আমরা যেটি ভুল করছি সেটি অবশ্যই গণমাধ্যমে আসা উচিত। যত বেশি ইতিবাচক সমালোচনা থাকবে সেখান থেকে আমরাও শিখতে পারব।এ সময় গণমাধ্যমকর্মীরা তথ্যের বিষয়ে জেলা পুলিশের কর্মকর্তাদের সহযোগিতা পান না, এমন অভিযোগের প্রেক্ষিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন নতুন ‍পুলিশ সুপার। সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসপি বলেন, পুলিশ অ্যাক্টিভ পর্যায়ে যেতে চায়। এখন একটু ইনএক্টিভ হয়ে আছে। জুলাই-আগস্টের পর এটি হয়েছে। আমরা অ্যাক্টিভ পর্যায়ে যেতে চাই। ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। এজন্য পাবলিক এবং সাংবাদিকদের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নতি করতে হবে। মাঠ পর্যায়ে কিছু পরিবর্তনের কথা জানিয়ে নতুন পুলিশ সুপার বলেন, রাতারাতি সব চেঞ্জ হবে বিষয়টা এরকম নয়। আমরা ফিল্ড লেভেলে কিছু পরিবর্তন আনতে চাই। একদিনে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। সব ধরনের মানুষকে যেন আমরা দ্রুত সেবা দিতে পারি সেটা আমরা নিশ্চিত করব। সেবাপ্রার্থীদের কুইক রেসপন্স করার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, আমরা সাধারণ ডায়েরি করি, সেখানে হয়তো এক ঘণ্টা লাগে, আধঘণ্টা লাগে। কিন্তু আমরা চাই কুইক রেসপন্স করতে। সবগুলো সেবা প্রদানের সময় যেন আমরা কম সময়ে নিয়ে আসতে পারি। আমরা কুইক রেসপন্স করতে পারি কি না এই বিষয়টি নিয়ে কাজ করতে চাই। তিনি আরও বলেন, আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা শতভাগ দিতে চাই। সিএমপি যেভাবে দিচ্ছে আজ থেকে চট্টগ্রাম জেলা পুলিশও সেভাবে রেসপন্স করবে। লজিস্টিক সাপোর্টের কারণে কিছু সেবা দিতে দেরি হতে পারে। কিন্তু আমরা চেষ্টা করব। দেখা গেল থানার এখিতিয়ার নেই, এরকম অনেক বিষয় নিয়েও অনেকে আসে। অনেকে না বুঝেই আসে। আসবে স্বাভাবিক, হয়তো সে অতটা বোঝে না। সেটাও আমরা ভালোভাবে বলে দিচ্ছি, এটা ক্রিমিনাল ম্যাটার না।

Sep 5, 2024 - 20:09
 0  7
‘পুলিশের ভুলগুলো গণমাধ্যমে আসা উচিত’

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow