বাংলাদেশ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফোরামের সাধারণ সম্পাদক হলেন সিরাজগঞ্জের গর্ব।
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: বাংলাদেশ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফোরাম-এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান ও মঞ্চনাটকের প্রাণপুরুষ, গুণী নাট্যব্যক্তিত্ব জনাব [নাম উল্লেখ থাকলে এখানে বসবে]। তার এই কৃতিত্বে আনন্দে ভাসছে সিরাজগঞ্জ জেলার শিল্প-সাহিত্য অঙ্গন। এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ‘রেপার্টরি নাট্যদল’ এর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য, এই রেপার্টরি নাট্যদলের প্রতিষ্ঠা হয়েছিল তারই নেতৃত্ব ও উদ্যোগে, যখন তিনি সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বগুড়া জেলা শিল্পকলা একাডেমির দায়িত্বে রয়েছেন, তবে সিরাজগঞ্জ জেলার নাট্য ও সংগীত অঙ্গনের শিল্পীদের সাথে তার গভীর সম্পর্ক অটুট রয়েছে। সিরাজগঞ্জের শিল্পীরা বলেন, “তিনি শুধু একজন দক্ষ প্রশাসকই নন, বরং একজন প্রকৃত মঞ্চশিল্পী, নাট্যকার, নির্দেশক, লেখক এবং সর্বোপরি একজন মহানুভব মানুষ।” তার প্রতিষ্ঠিত নাট্যদল ‘নাট্যাধার’ সিরাজগঞ্জের নাট্যচর্চায় রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তার এই বিজয়ে জেলার সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও শিল্পীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সবাই তাঁর জন্য সুস্বাস্থ্য ও সাফল্যের অব্যাহত ধারার কামনা করেছেন—“তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের সাংস্কৃতিক অগ্রগতিতে এমনই অবদান রাখুন, এটাই আমাদের প্রত্যাশা।”

আপনার অনুভূতি কী?






