বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে পথ চারিদের মাঝে লিফলেট বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা বিএনপি ডেঙ্গু প্রতিরোধে করনীয় ও সচেতনতা বৃদ্ধিতে পথ চারিদের মাঝে লিফলেট বিতরণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ডেঙ্গু চিকিৎসা এবং প্রতিরোধে সচেতন হোন এ সেøাগানে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট পৌর শহরের বিভিন্ন গুরুত্ব পূন্ন স্থান- লঞ্চঘাট, রাহাতের মোড়, ফলপট্টি, নাগের বাজার, বণিকপট্টি, চাল পট্টি, সাধনার মোড়, কাজী নজরুল ইসলাম রোডে এ লিফলেট বিতরন করেন জেলা বিএনপি,র সাবেক সভা পতি এম এ সালাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, বিএনপি নেতা এ্যাড ওয়াদুত মুক্ত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, জাতীয় আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড মোশাররফ হোসেন মন্টু, যুব নেতা মনিরুজ্জামান মান্না, এ্যাড সাজ্জাদ হোসাইন, শেখ ওমর আলী মুন্না, জসীম সরদারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাবেক সভাপি এম এ সালাম বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে বেড়েই চলছে। প্রতিনিয়ত অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে অনেকেই। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে ‘ডেঙ্গু চিকিৎসা এবং প্রতিরোধে সচেতন হোন এ সেøাগানে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই লিফলেট বিতরণ।

অক্টোবর 10, 2024 - 17:10
 0  3
বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে পথ চারিদের মাঝে লিফলেট বিতরণ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow