বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি আইন ও বিচার

দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ অভিভাষণে তিনি দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন। পাশাপাশি বিচার প্রশাসনে শৃঙ্খলা ফেরাতেও দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন তিনি। সকালে সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে এ নিয়ে সভা চলছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথককরণসহ নানা বিষয়ে আলোচনা করবেন। দেশের সব বিচারককে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে গত ৩ সেপ্টেম্বর একটি আদেশও জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

Sep 21, 2024 - 12:26
 0  4
বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি আইন ও বিচার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow