বিজয় দিবস উপলক্ষে চিতলমারীতে জামায়াতে ইসলামীর র‌্যালী ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে বিজয় র‍্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিজয় র‌্যালিটি সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। র‌্যালির আগে উপজেলা মোড়ে নিজস্ব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় এ সময় বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা শাখার নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, সেক্রেটারী মোঃ জাহিদুজ্জামান নান্না, পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি, যুব বিভাগ চিতলমারী উপজেলা শাখার সভাপতি মোঃ পলাশুর রহমান পলাশ ও ছাত্র শিবির সভাপতি তরিকুল ইসলাম। দীর্ঘ ১৬ বছর পর বাধাহীনভাবে বিজয় র‍্যালি করতে পেরে উচ্ছাস প্রকাশ করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। তারা বলেন, ‘বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার আমাদের বিজয় র‍্যালি পর্যন্ত করতে দেয়নি। তারা গণতন্ত্রকে হত্যা করেছিল। বিরোধী মত দমন করতে তাদের আগ্রাসী মনোভাব ছিল। এবার বাধাহীনভাবে বিজয়ী র‌্যালি করতে পেরে আমরা আনন্দিত।’

ডিসেম্বর 16, 2024 - 18:29
 0  3
বিজয় দিবস উপলক্ষে চিতলমারীতে জামায়াতে ইসলামীর র‌্যালী ও আলোচনা সভা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow