বিসর্জনের রুট, ঘাট ও মণ্ডপে থাকবে বিশেষ নিরাপত্তা: আইজিপি
দুর্গা পূজার বিসর্জনের রুট, ঘাট ও মণ্ডপে স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম। শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। বলেন, সবার অধিকার নিশ্চিতে কাজ করতে চায় পুলিশ। সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নেয়ার কথাও জানিয়েছেন আইজিপি। এ সময় তিনি জানান, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত অপরাধী যেই হোক, আইনের আওতায় আসতে হবে। ছিনতাই, মাদক, চাদাবাজি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পুজার পর শুরু হবে সাঁড়াশি অভিযান। কোনো অপতৎপরতা, সন্ত্রাসী, চাঁদাবাজির তথ্য জানা থাকলে, পুলিশকে জানানোর আহ্বান করেছেন ময়নুল ইসলাম। বলেন, পরিচয় গোপন রেখেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সারাদেশে আইনশৃংখলা বাহিনী মোতায়েন আছে। ছোট-খাটো ঘটনা ঘটেছে। যত ছোটই হোক, নিষ্পত্তির বব্যবস্থা করছি। কোনো ঘটনাকেই তুচ্ছভাবে নিচ্ছি না। /এটিএম
আপনার অনুভূতি কী?