বেনাপোল পেট্টাপোল বন্দরে ৪দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে

যশোর অফিস বেনাপোল বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোলে 'প্যাসেঞ্জার টার্মিনাল' উদ্বোধন করতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন তাই চার দিনের জন্য বন্ধ থাকছে আমদানি রপ্তানি। তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ২২অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি বলে জানান বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন,ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন বৃহস্পতিবার।এদিন একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।তার সার্বিক নিরাপত্তার স্বার্থে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়েছে। বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন,পেট্টাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্য স্থাপনা উদ্বোধন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রীর আগমনকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চত করতে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়েছে।২৫ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার থেকে পুরোদমে আমদানি রপ্তানি চলবে। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে কী না জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) কাজি রতন বলেন, চিঠিতে যাত্রী নিয়ে যেহেতু কিছু বলা হয়নি সেহেতু ধরে নেওয়া যায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।ভারতীয় ইমিগ্রেশন থেকে যাত্রী চলাচল বন্ধ নিয়ে কিছুই জানাননি। এদিকে অমিত শাহ এর আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতীয় বিএসএফ ও পুলিশ বাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সাথে ডগ স্কোয়ার্ড বাহিনীও রয়েছে। পরিচয় পত্র ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানান ওপারের সিএন্ডএফ ব্যবসায়ীরা।

অক্টোবর 21, 2024 - 09:48
 0  4
বেনাপোল পেট্টাপোল বন্দরে ৪দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow